প্রসন্ন রাত্রির বুকে ঘুমায় প্রকৃতি

আমার চোখের ঘুম হয়েছে বিলীন

সাধের বাসরঘরে নির্দয় মনসা

শরীর বিষাক্ত করে মরণ ছোবলে

হারাই পাওনা যত বিধির বিধান

অলীক স্বপনসুখ সয় না কপালে

আঘাতে আঘাতে ভাঙে সকল প্রত্যাশা

রুপালি প্রভাত যার বিফল কামনা।

ধারণ করেছি বুকে সাধের মিনার

মায়াবী চাঁদের ছায়া সাধ্য কি ছোঁয়ার