জানা নেই কিছু!

  • জানা নেই কিছু!

    জানি না জীবন হৃদয়ে কেন যে ভ্রান্তিরে দিলো ঠাঁই দিলো প্রশ্রয় ভুল পাত্রের মরণমদিরা গিলে নাকি তাই ছিল জীবনডানায় ঝড়তোলা প্রাণপাখি! কে জানে কী ছিল ছিল-বা কোথায় শুদ্ধ বা ভুলে-ভরা পায়েচলা পথে একালের যান ঠেলে               এগুনো-পেছানো খেলা; প্রগাঢ় রোদের কাঠফাটা দিনে অসহ গরমে ঘেমে কালকে ভুলিনি – মানবীয় ভুলে ঘটেনি ব্যত্যয় কোনো বেতালা বাতাসে…