জাহিদুল হক

  • দুটি কবিতা

    জাহিদুল হক   নের্ভাল, কোথায় যাচ্ছো   নের্ভাল, কোথায় যাচ্ছো? গোধূলি সেজেছে বধূ, দীপ্র সোনা মুড়ে। স্বপ্নগুলো যেচে আসে ঘন মসিন্তষ্কের দীর্ঘ দীর্ঘ পথে মদ্যপ, বেশ্যার দলসুদ্ধ অপঘাতে কতো দিন, চুম্বনের শোকার্ত মুহূর্ত মৃত হয় : শেয়ালেরা ডাকে স্বতঃস্ফূর্ত।   কেন যাবে হোটেলে কি সরাইখানাতে, অন্ধকার স্যাঁতসেঁতে গহন হানাতে তুমি বন্ধু? তার চেয়ে অনুবাদও ভালো!…