জীবন

  • জীবন

    জীবনের পথে হেঁটে হেঁটে ক্লান্ত এক প্রাণ ঠিক কী যে খুঁজলেন, আর কী পেলেন, জানতে জানতেই কেটে গেল অমূল্য বা মূল্যহীন জীবন। জানেন কী তা, আমার প্রিয় জীবন? শুধু দেনাপাওনার হিসাব মেলাতে মেলাতে সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে স্বপ্ন বোনা। লাল পানীয় কী নীল, অথবা সাদা, ভেতরটা জ্বলে ওঠে বারুদের মতো, ফোঁটার অনুপ্রবেশে। লাবণ্যলতা ভেবে যাকে…