জীবনের পথে হেঁটে হেঁটে ক্লান্ত এক প্রাণ

ঠিক কী যে খুঁজলেন, আর কী পেলেন,

জানতে জানতেই কেটে গেল অমূল্য বা মূল্যহীন

জীবন। জানেন কী তা, আমার প্রিয় জীবন?

শুধু দেনাপাওনার হিসাব মেলাতে মেলাতে

সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে স্বপ্ন বোনা।

লাল পানীয় কী নীল, অথবা সাদা, ভেতরটা

জ্বলে ওঠে বারুদের মতো, ফোঁটার অনুপ্রবেশে।

লাবণ্যলতা ভেবে যাকে জড়িয়েছিলেন জীবনে

সে কি শুধু কাঁটারই জন্মদাত্রী, অথবা শ্লেষ?

উগরে দেন অপরিমিত ঘৃণা, ক্ষোভ, নীচতা?

বোকা কোকিলের ডাক শুনে নীরব কবি।

হাজার বছরের হণ্টন চলছে, না চলবে?

জানতে চাইলে বোবা চোখ দেখায় কালো ট্রাংক।

অনেক কথাই লুকিয়েছিল টিনের বাক্সের বুকে

দেখেনি ভোরের মুখ, অথবা দেখাননি কবি।

শুধু ভালোবাসা আর একটু শান্তির আশায়

হন্যে হয়ে বনলতার চোখ খুঁজতে খুঁজতে হয়রান

দিশেহারা জীবন, এই নশ্বরতার বেড়া ডিঙিয়ে

অবিনশ্বরের পথে পা বাড়িয়েছেন কখন, জানেন না।

Published :


Comments

Leave a Reply