ঘাটে গিয়ে শুনি বেড়াতে চলে –

গেছে নদী, ফিরবে সন্ধ্যায়।

এমন এক দিনও কী ছিল –  

যেদিন নদীর সঙ্গে দেখা হয়নি!

সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত –

          ফিরে তো এলো না নদী …

ঘাটকে শুধাই – দেখেছ নদীকে?

ঘাট ইশারায় বলে – খুঁজে দেখ।   

ও নৌকা – নদীকে দেখেছ তুমি?

একটু আগেও তো উজানে ছিল

ঘাটের কাছেই জাহাজ-ভাঙা

শিল্প-বর্জ্য, সিমেন্ট কারখানা

সবাই আছে যার-যার মতো – 

কোথাও তো নদীকে দেখি না  

বলল ডেকে বিষণ্ন গাঙশালিক –

            নদী ভীষণ অভিমানী,

ভালোবাসা না পেলে নদীও 

            মুখ ফেরায় অন্যদিকে।

Published :


Comments

Leave a Reply