শাহেদ কায়েস

  • নদী

    ঘাটে গিয়ে শুনি বেড়াতে চলে – গেছে নদী, ফিরবে সন্ধ্যায়। এমন এক দিনও কী ছিল –   যেদিন নদীর সঙ্গে দেখা হয়নি! সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত –           ফিরে তো এলো না নদী … ঘাটকে শুধাই – দেখেছ নদীকে? ঘাট ইশারায় বলে – খুঁজে দেখ।    ও নৌকা – নদীকে দেখেছ তুমি? একটু আগেও তো উজানে ছিল ঘাটের…