আমার এইমাত্র মৃত্যু হলো

ওই যেসব পোড় খাওয়া আমিগুলো

অন্ধকারে হাতড়াতে হাতড়াতে খাবি খাচ্ছে

ওদের মেরে ফেলো। কেউ আছো, শুনছো?

আমাকে নতুন করে জন্ম দাও –

এইটুকু ভাবার পর মাননীয় আকাশ কাছে এলেন

বললেন, যা তুই টিয়াপাখি হয়ে অজপাড়াগাঁয়ে থাক।

আমি আনন্দে উড়তে থাকলাম শহর থেকে নগর

লঙ্কা খেলাম, পকা মারলাম, কিছুদিন খাঁচায় থেকে

ভালোমন্দও খেলাম। তারপর ভাবলাম এবার মুক্তি      

                                                   চাই

ফুড়ুত করে চম্পট দিলাম। আকাশ আবার এলেন,

জিজ্ঞেস করলেন, তুই মরলি কখন?