সঞ্জীব চট্টোপাধ্যায়

  • শক্তি

    যুদ্ধ শেষ হলে চলে যায় শক্তি যোগাযোগহীন রাস্তা, উজাড় বেসাতি ক্ষতবিক্ষত শিশু। রক্তাক্ত ইতিহাস অস্ত্রের ভেতর দাগ কাটে অস্ত্র শামুক অস্ত্র পামুক শক্তি আবহমান যুদ্ধ সমকালীন যুদ্ধে জেতা ক্ষণস্থায়ী, হারা দীর্ঘকাল তবু মানুষ যুদ্ধ করেছে। অনন্ত করেছে যুদ্ধ টেকেনি শক্তি টিকেছে – আমাদের শক্তি চট্টোপাধ্যায় রাস্তায় ধুলো উড়িয়ে যুদ্ধ না করে হেমন্তের অরণ্যে পোস্টম্যান হয়েছেন।

  • আমি

    আমার এইমাত্র মৃত্যু হলো ওই যেসব পোড় খাওয়া আমিগুলো অন্ধকারে হাতড়াতে হাতড়াতে খাবি খাচ্ছে ওদের মেরে ফেলো। কেউ আছো, শুনছো? আমাকে নতুন করে জন্ম দাও – এইটুকু ভাবার পর মাননীয় আকাশ কাছে এলেন বললেন, যা তুই টিয়াপাখি হয়ে অজপাড়াগাঁয়ে থাক। আমি আনন্দে উড়তে থাকলাম শহর থেকে নগর লঙ্কা খেলাম, পকা মারলাম, কিছুদিন খাঁচায় থেকে ভালোমন্দও…