যুদ্ধ শেষ হলে চলে যায় শক্তি

যোগাযোগহীন রাস্তা, উজাড় বেসাতি

ক্ষতবিক্ষত শিশু। রক্তাক্ত ইতিহাস

অস্ত্রের ভেতর দাগ কাটে

অস্ত্র শামুক

অস্ত্র পামুক

শক্তি আবহমান যুদ্ধ সমকালীন

যুদ্ধে জেতা ক্ষণস্থায়ী, হারা দীর্ঘকাল

তবু মানুষ যুদ্ধ করেছে। অনন্ত করেছে

যুদ্ধ টেকেনি শক্তি টিকেছে –

আমাদের

শক্তি চট্টোপাধ্যায়

রাস্তায় ধুলো উড়িয়ে যুদ্ধ না করে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান হয়েছেন।