রাত্রিভ্রমণের পর

ভোর হলো, এই উন্মার্গগামী পথের কিনারে – সম্মুখে বিস্তৃত পটভূমি নিয়ে ছড়িয়ে আছে আরক্ত সূর্যসম্ভাষণ – হাওয়ায় দুলছে একগুচ্ছ মান্দারের ফুল –

আরো কিছু সমুদ্র-পলাশ এইমাত্র চুষে নিল রাত্রিভ্রমণের সমস্ত ক্লান্তি –

এ কাদের দেশ – কেবলই ফুল আর পাখিদের মেলা, সর্বত্র শূন্যতা ও সমুদ্রগর্জন – স্তনবতী রমণীর কাঁখে রুপোর গাগরি – আসমুদ্র তার পবিত্র

যৌনতার ঘ্রাণ আর মৌরি ফুলের অমিত উল্লাস –

চুর হলো বিগত রাত্রির নেশা – দুহাত উপুড় করে দিয়েছি যত সুধা; সঞ্চিত ক্রিপ্টোকারেন্সি – কেবল, পড়ে রইল বিধি ও বিস্ময়, আর নিভে যাওয়া

বাতিটির করুণ ক্রন্দন –

রাত পোহালো, এই উন্মার্গগামী পথের কিনারে আশ্চর্য হাওয়ার কলতান –