পুব-পশ্চিম

আমার উঠোন ভর্তি মুঠো মুঠো সোনা

খুঁটে খুঁটে খায় সুখের পায়রা!

পাখিদের আনাগোনা

একে অপরের পাশাপাশি – গা ঘেঁষাঘেঁষি!

খোশগল্প, আড্ডা ও আনন্দে মত্ত –

সুখের পায়রা শুকপাখি, সুখ-স্বাচ্ছন্দ্যের সাথি।

আমার উঠোন ভর্তি ময়লা

নেই দূর্বাদল, গুল্মলতাপাতা

জাপটানো মায়া আবরণ

ওঠে না রোদ, ডুবেছে যে সূর্য!

আহা! ওই চান্দের সাথে পূর্ণিমার আলাপন –

এখন অমাবস্যার কালগ্রাস!

আঁধারে ছেয়েছে পশ্চিমের আকাশ।