ঠোকর

  • ঠোকর

    একটা সাপ মানুষকে একটার পর একটা ঠোকর দেয় – একসাথে দশটি ঠোকর দিতে পারে না! একটা মানুষ          একটা মানুষকে দশ থেকে একশটা ঠোকর একসাথে দিতে পারে! সে-কারণে সে সাপের চেয়েও ভয়ংকর           সে গাণিতিক ও জ্যামিতিক জ্ঞান রাখে,                     সাপ শুধু যোগ-বিয়োগ জানে! সাপের লেজে পাড়া দিলে  –  সাপ কামড়ায়! মানুষ মানুষের হাতে হাত…