দ্যুতিময় অক্ষর

  • দ্যুতিময় অক্ষর

    বৃক্ষ একদিন চৌকাঠ হয় ছায়া হয় মানুষের পলিকণা গড়ে সবুজ চর নীল জলের মাঝে প্রবালেরা হয় জলপাই দ্বীপ মানুষরা হেঁটে যায় দিগন্তরেখা ছিঁড়ে ভাঙে স্বপ্নঘর ক্ষয় হয় সোনার মোহর কেবল অক্ষরগুলো দ্যুতি ছড়ায় প্রাণের ভেতর।