পারভেজ আহসান

  • সুলতানের নারীগণ

    নারীগণ হঠাৎ ক্যানভাস থেকে বেরিয়ে ছুটে যায়  মাঠে-গেরস্থালিতে পোড়া মাটির শরীর থেকে তেজোময় দ্যুতি ঠিকরে বেরোয় তাদের স্মৃতিতে নেই সুবিন্যস্ত পোশাক – নাকে নক্ষত্রফুল  তারা কি অনার্য নারী? আত্মপরিচয়ের ইতিহাস খুঁজি ঠিক তখনই কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে চেয়ে দেখি স্কুল ড্রেস পরা আমার আত্মজা একজন সুলতানের নারী।

  • মৃতঘড়ি

    সূর্য ও কুয়াশার সম্পর্ক আহ্লাদময় সাদা চাদরে ঢাকা কুসুমমুখ – প্রসন্ন সকাল চাঁদ এখন কৃষ্ণপক্ষের বাড়ি দিন দিন বাড়ছে রাতের দেহ বৃক্ষকাণ্ড ছোঁয় মৃত্তিকার বুক সে ভুলে গ্যাছে আকাশচুম্বনের গল্প রুগ্ণ  সন্ধ্যায় কজন বাউল গায় শাহ আব্দুল করিমের গান।

  • বিবিধ গল্প

    বিচ্ছুরণ-বর্ণচ্ছটা বর্ণিল পোশাকে গল্পেরা আসে আমার আয়নাঘরে তারা স্মৃতিগদ্য বলে – পায়ে কত্থক নৃত্যের মুদ্রা ফোটে সমবেত স্বরে গায় মেঘমাল্লার এই গল্পেরা আমার মুখোমুখি দাঁড়ায় ঘড়ির কাঁটা উল্টো ঘোরায় নিয়ে যায় দূরের শহরে – নির্জন কাঠের পুতুলে – জোছনাভেজা রাত্তিরে – নদীর পাড় ধরে হেঁটে অজানা গন্তব্যে – প্রথম আঙুল স্পর্শে – ঠোঁটের মন্থনে –…

  • দেহঘড়ি

    মেঘের জামা পরে বিষণ্ন রোদ আসে পুবের জানালা খুলে করুণ ভায়োলিন বাতাসের মৌনতা ভাঙে শ্রাবণ রোদ্দুরে পথের দুধারে ঝুলে থাকা পাটের মতো শুভ্র চুলগুলো কাঁপে বাতাসের সংগীতে শেষ ট্রেনে বাড়ি যাবে জেনে মুহূর্তগুলো কাটে ভয় ও উৎকণ্ঠায় কেন নিঃশব্দে শূন্যতা বেড়ে ওঠে অপ্রাপ্তির শেকড় বিস্তৃত হয় সমস্ত সত্তা জুড়ে? তোমার  উদ্যানে আজ বৃক্ষ শত-শত ফুল…

  • দ্যুতিময় অক্ষর

    বৃক্ষ একদিন চৌকাঠ হয় ছায়া হয় মানুষের পলিকণা গড়ে সবুজ চর নীল জলের মাঝে প্রবালেরা হয় জলপাই দ্বীপ মানুষরা হেঁটে যায় দিগন্তরেখা ছিঁড়ে ভাঙে স্বপ্নঘর ক্ষয় হয় সোনার মোহর কেবল অক্ষরগুলো দ্যুতি ছড়ায় প্রাণের ভেতর।

  • বৃক্ষবোধ

    খুরের গতিতে ছুটে উন্মত্ত যৌবন-বন্যতা ফল ও বীজের আকুলতায় ঋতুমতী বৃক্ষে বয়ে যায় বসন্তবাতাস সময়ঘূর্ণন শেষে পাতাহীন বৃক্ষ ধ্যানমগ্ন হয় অলস দুপুরে সবুজ পাতার ঘ্রাণ লেগে থাকে শাখায় শাখায় মানুষের ভেতরেও বৃক্ষবোধ বেড়ে ওঠে

  • পৃষ্ঠার ধূলি এখন হীরক দানা

    এখন তুমি ছেঁড়া পৃষ্ঠার উজ্জ্বল অক্ষর উঠোনে রোদের ছায়া গ্যালারিতে সাঁটানো নীল কাপড় ঘরের দেয়ালে ঝুলে থাকা ভাঙা ভায়োলিন অন্ধকারে গাছের তলায় তুমি দেখেছিলে একখণ্ড হেম ভুল তর্জমায় গল্পের পৃষ্ঠায় ধূলি মেখে  স্বপ্নিল নৌকোয় উঠে খুঁজে নিলে আকাশ ও জলের                                                সীমানা অতঃপর হঠাৎ একদিন দেখি তুমি বসে আছ শূন্যতায় ঘেরা ভাঙা নৌকোর গলুইয়ে কোনো…