মৃতঘড়ি

সূর্য ও কুয়াশার সম্পর্ক আহ্লাদময়

সাদা চাদরে ঢাকা কুসুমমুখ –

প্রসন্ন সকাল

চাঁদ এখন কৃষ্ণপক্ষের বাড়ি

দিন দিন বাড়ছে রাতের দেহ

বৃক্ষকাণ্ড ছোঁয় মৃত্তিকার বুক

সে ভুলে গ্যাছে আকাশচুম্বনের গল্প

রুগ্ণ  সন্ধ্যায় কজন বাউল গায়

শাহ আব্দুল করিমের গান।

Published :