নাইমুল করিম

  • সকালে

    তোমাকে আষাঢ়স্য সকালে একবার কদমফুল উপহার দিয়েছিলাম উৎফুল্ল তুমি অদম্য উৎসাহে বলেছিলে গোলাকার সাদাটে হলুদাভ মৃদুগন্ধফুল বর্ষার আগমনীবার্তা কদমফুল প্রকৃতির অব্যর্থ নিয়মে পৃথিবীর বাগানে আজো কদমফুল ফোটে কিন্তু তোমার চাঁদমুখ এতো আবছা-আবডাল লাগে কেন হায় তাহলে কী আমি অনির্দিষ্টকালের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি

  • ফাঁদ

    নাইমুল করিম   এক বহুতল ভবনের ছাদে রোজ বিকেলে দু-চারটা রক্তগোলাপ ফোটে   সুদৃশ্য গোলাপদৃশ্যে মুগ্ধ পাঁচ-সাত বাউন্ডুলে   আহা, কুমারী বাহারি বশীকৃত অনিন্দ্য গোলাপের ঐকমত্য ফুর্তি চাউনি   আমার বাউল ধ্যান-জ্ঞান কাড়ে ফাঁদে পা দিই।