নিভৃত মৃত্যু

  • নিভৃত মৃত্যু

    পুরোনো পাতার মতো নৈঃশব্দ্য পড়ছে ঝরে এই বসন্ত দুপুরে – তারপর অপরাহ্ণ এসে গেছে আকাশজুড়ে; জীবন-বিচ্ছিন্ন চমকিত শিলা গিয়েছে গড়িয়ে               বহুদূর অধঃপাতে, তাকে আর ফেরাবে কে? এইসব বিচ্ছিন্নতা, মুছে-যাওয়া নির্জন দিন       আনে শুধু বেদনাই আমার হৃদয়ে; অতল জলের সাঁতারে খাবি খেয়ে বাঁচে শুধু সাহসী নাবিক – অন্যদিকে আমি দেখি চমকিত জীবনের দ্যুতিময় বসন্তের…