নিশীথে ফুলের বনে

  • নিশীথে ফুলের বনে

    আকাশে চাঁদ কিংবা তারা না থাকলে এখানকার লোক রাত্রিকে নিশীথ বলে। স্কুলের পরীক্ষায় প্রায়ই নিশীথের রূপবর্ণনা লিখতে দেওয়া হয়। ঘোর কৃষ্ণবর্ণ ও কুদর্শন এই রাত্রিকে বেশিরভাগ লোকই সম্ঝে চলে। কেবল দু-একটি বেপরোয়া লোক ভয়তরাসে ঢুকে পড়ে ফুলের বনে পাতার অন্তরালে ঘাপটি মেরে থাকে ফুলের বন লুট করবার এই হচ্ছে আদর্শ সময়। কী এক গুহ্যবিদ্যার জোরে…