পরম্পরা

  • পরম্পরা

    পরম্পরা

    ‘তোর আসবার দরকার ছিল না’, মৈত্রেয়ী বললেন। ‘আরে ঠিকাছে।’ ‘এই তোর এক রোগ। বছরের এই সময়টায় আসি, একটু নিজের মতো ঘুরবো বলে …’ ‘তো কী হলো?’ ‘তুই খাচ্ছিলি, খাচ্ছিলি। আমি বেরুবো শুনেই আধচিবানো খাবার কোনোমতে গিলে …’  ‘আচ্ছা বাবা, ঠিকাছে’, বাঁ গাল থেকে ডান গালে চুইংগামটা পাঠিয়ে দীপ আপস করে নেয়, ‘আমারও দরকার আছে, তাই…