পরিযায়ী পাখিদের ছায়া

  • পরিযায়ী পাখিদের ছায়া

    পৌরাণিক পৃষ্ঠা খুলে জেগে উঠছে দানব দেশে দেশে মানুষের পৃথিবী উধাও, মাথাহীন  –  উদর ও লিঙ্গময় ঊনমানুষের নিয়ত মিছিল দিকে দিকে যে ঘাস জেনেছে জমিনে গজানো শেকড়ের পরম্পরা তাকে আজ উপড়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় দুর্বিনীত হাত বহুকাল ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছকে বলা হলো – ‘এ ভূমি তোমার নয়। হেঁটে যাও পরিযায়ী পাখিদের ছায়া…