পূর্ব বাংলার সাময়িকীর ইতিহাস-পাঠের অন্তর্বয়ান

  • পূর্ব বাংলার সাময়িকীর ইতিহাস-পাঠের অন্তর্বয়ান

    বলতে দ্বিধা নেই, মানসম্মত সাময়িক পত্রপত্রিকা একটি আলোকিত সমাজের রূপনির্ণায়ক। সমাজের ভালো-মন্দ, ভাঙাগড়া, চড়াই-উতরাই ইত্যাদি প্রতিফলিত হয় সমকালীন পত্রপত্রিকায়। সেই বিবেচনায় কেদারনাথ মজুমদার-সম্পাদিত ময়মনসিংহ থেকে প্রকাশিত মাসিক সৌরভ এমনই একটি সাময়িকপত্র, যা উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজমানসের এক উজ্জ্বল দর্পণ। সংবাদপত্র যেমন ধারণ করে প্রতিদিনের সংবাদচিত্র, তেমনি সাময়িকপত্র ধারণ করে সমকালীন চিন্তাভাবনা, সমাজচিত্র, সাহিত্যের রুচিপ্রকৃতি ইত্যাদি।…