ফেরা

  • ফেরা

    বারেবারে ফিরে ফিরে আসি পত্রপল্লবেরা ডেকে নিয়ে আসে  বনের সকাশে, মাঠে, ধানে, রোদের মলাটে, আমি এক হীরামন পাখি  পাতার সবুজ আমার শরীরে আঁকে সাত রং বর্ণালি আঁখি, নদীটার মতো বয়ে যাই, ধীরে, প্রভাত সমীরে শিরায় শিরায় সোনার প্রতিম  রক্তকে ঢেলে দেয় সূর্যের ডিম।