বিদ্বেষের তীর

  • বিদ্বেষের তীর

    কেউ কি সত্যি তাকিয়ে রয়েছে সুতীব্র চোখে আজ! শিউরে উঠছি আমি ক্ষণে ক্ষণে – কাঁপছে হাত-পা বড়ো বেশি বিব্রত লাগছে নিজেকে –          স্তব্ধ-স্বচ্ছ দিন তার শেষ ক্ষণটুকু সাধ্যমতো সবটুকু দীপ্তি যেন উদার দুহাতে দিচ্ছে ঢেলে আমার শরীরে – কী অবিশ্বাস্য, কী অযৌক্তিক এই দান! কারো সুতীব্র চোখ তবু কি হাতড়ে যাচ্ছে আমাকেই? মাথার ভেতরে…