বিভোর দহন

  • বিভোর দহন

    মোস্তফা তারেক যেন কীর্তনসভায় হরিলুটের বাতাসা – আজো পায় না কেবল একবার জীবন, একবার তারে লুণ্ঠন অবগাহন উজাড় শূন্য থইথই নৈঃশব্দ্য এত যে খরচ আমি পাতায় পাতায় কাঙালপনা হয় না বিদেয়, বেহায়া … কালো কালো হরফে লেখা পথ                    কতদূর বয়ে যায় কতদূর ক্ষত হলে পথে আর মেলে না কাঁটা জেনেছি, কাঁটা বিছানোর মানুষটিকেও বুকে…