মোস্তফা তারেক

  • বিভোর দহন

    মোস্তফা তারেক যেন কীর্তনসভায় হরিলুটের বাতাসা – আজো পায় না কেবল একবার জীবন, একবার তারে লুণ্ঠন অবগাহন উজাড় শূন্য থইথই নৈঃশব্দ্য এত যে খরচ আমি পাতায় পাতায় কাঙালপনা হয় না বিদেয়, বেহায়া … কালো কালো হরফে লেখা পথ                    কতদূর বয়ে যায় কতদূর ক্ষত হলে পথে আর মেলে না কাঁটা জেনেছি, কাঁটা বিছানোর মানুষটিকেও বুকে…

  • অরূপ জলসা

    মহল্লার সড়কগুলো জলমগ্ন হলে ফুরোয় না কথা তবুও বৃষ্টির কী-যে এতো কথা মনেতে আমার হাওরসুন্দরীর প্রেম জাগে, হাওরসুন্দরী ছোট ঘরটি হয়ে যায় জৌলুসময় প্রাসাদ জারুল হিজল পত্রে নেমে আসে পুরনো জোছনা, তাতার পাখি যখন বৃষ্টি সুরে কৃষ্ণ বাজে মাতাল হাওয়া, বৃন্দাবন বিবসন রাধা মনেতে কেবল হাওরসুন্দরী, যাদুকাটা নদী মাখামাখা জোছনা, দীঘল রজনী হাওরসুন্দরী রূপ নিয়ে…

  • দৃশ্যান্তর

    ঘর ছিঁড়ে ঘাট আঁকি           পুনরায় ঘর … একদিনও হয় না হওয়া পার           ঘাট নিকট নদী … নেত্রকোনায় চিকচিক করে           কার যেন ছবি ঘর ছিঁড়ে ঘাট আঁকি           পুনরায় ঘর … সবুজদুপুর মায়া মায়া … নিন্দার কাঁটায় সেজেছি স্বজন ওগো প্রেম, দাও আরো কলঙ্ক দাও!