অরূপ জলসা

মহল্লার সড়কগুলো জলমগ্ন হলে

ফুরোয় না কথা তবুও বৃষ্টির

কী-যে এতো কথা

মনেতে আমার হাওরসুন্দরীর প্রেম জাগে, হাওরসুন্দরী

ছোট ঘরটি হয়ে যায় জৌলুসময় প্রাসাদ

জারুল হিজল পত্রে নেমে আসে পুরনো জোছনা, তাতার পাখি

যখন বৃষ্টি সুরে কৃষ্ণ বাজে

মাতাল হাওয়া, বৃন্দাবন বিবসন রাধা

মনেতে কেবল হাওরসুন্দরী, যাদুকাটা নদী

মাখামাখা জোছনা, দীঘল রজনী

হাওরসুন্দরী রূপ নিয়ে সাজে বোধি

একবার আলাউদ্দিন খাঁ

একবার উদয়শঙ্কর

অরূপ জলসা …

Published :


Comments

Leave a Reply