মাথার ওপরে চড়া রোদ

কখনো বেদম বৃষ্টি-ঝড়

শকুনের চোখ পাক খায়, পাক খায় উন্মত্ত ক্রোধ –

হাজার কোটি প্রকরণ ভিড়ে

কিছু গাছ থাকে; দানাসহ ফল ধরে

বুক ফুঁড়ে-ছিঁড়ে –

কতশত সয়ে-বয়ে-সব্ব – কিণ¦

আকণ্ঠ ধারণ করা ২০২০

জন্মশতবর্ষে দগদগে ক্ষতচিহ্ন।

অথচ অক্ষত বন্ধুবরেনেষু

মাঠে-ঘাটে-প্রান্তরে, দ্বারে দ্বারে

আশরাফুল মখলুকাত বিপন্ন সুজনেষু।

‘আমার হাতের তর্জনী কোথা গেল হে বঙ্গ?

একটি লোহার শিক তাতানো তাক করা ঊর্ধ্বাকাশে

আমার নাক-মুখ খুবলানো রক্তহীন’

‘আমারে মাফ করিয়া দিন’

হে বন্ধু বঙ্গের, যে ক্ষমার শুল্ক দিয়েছো তুমি

কথা দিলাম; হবে না আর …

শক্ত মুঠোতে মাটি কামড়ে আছি আমার মাতৃভূমি।