আবহাওয়া অধিদফতরের দোষ দিয়ে লাভ নেই

ক্ষতি যতটুকু হওয়ার তা হয়ে গেছে

এখন আবহাওয়া অধিদফতরের দোষ দিয়ে লাভ নেই।

আবহাওয়ার খবরের কোনো সত্যতা থাকে না

এটা তো সবাই জানে

সকালে বৃষ্টির কথা বললেও দেখা যাবে

কড়কড়ে রোদ উঠে ভরে গেছে বাড়িঘর

আর রোদের কথা বললে ঝুপঝাপ

নামবে বৃষ্টি, শহরজুড়ে।

একটু-আধটু ভালোবাসা না পেলে ক্ষতি হয় না

এসবের জন্য হাহাকার করতে নেই,

করাটা বোকামি।

রোদ-বৃষ্টি বলেকয়ে আসে না কখনো নতুন দিনের জন্য অপেক্ষা করাই ভালো।