বৃক্ষবোধ

  • বৃক্ষবোধ

    খুরের গতিতে ছুটে উন্মত্ত যৌবন-বন্যতা ফল ও বীজের আকুলতায় ঋতুমতী বৃক্ষে বয়ে যায় বসন্তবাতাস সময়ঘূর্ণন শেষে পাতাহীন বৃক্ষ ধ্যানমগ্ন হয় অলস দুপুরে সবুজ পাতার ঘ্রাণ লেগে থাকে শাখায় শাখায় মানুষের ভেতরেও বৃক্ষবোধ বেড়ে ওঠে