মধুরাগ

  • মধুরাগ

    বেতার বলয়, পাতার বাঁশি, সুরটি বাজুক – বাজতে থাকুক দুই হৃদয়ে জড়াক জাদুর আলো এই হাতের ’পরে হাত ঠেকাতে চাও, চোখের ’পরে চোখ? ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়াতে চাও, বুকের মধ্যে বুক? এই মোমশরীরে তাপ হতে কী চাও, গলিয়ে দিতে পূর্ণ মোমের দেহ? জানো তো সই? মনের বাড়ির আল পেরিয়ে, ঘাট পেরিয়ে, পিচঢালা পথ, আগুন দুপুর,…