মলয় ভট্টাচার্য

  • শ্রাবণাতিরেক

    মলয় ভট্টাচার্য   এক এ মাহ শ্রাবণ আসি কলিজা জুড়াল গলায় পরাল ফুলমালা সেসবই এবার সিন্দুকে তুলে রাখি নিন্দুকে যা বলে বলুক।   যত বলাবলি সবই ধূলিতে লুটায় বৃষ্টি শুকায়, দৃষ্টি হয়ে আসে ভঙ্গিভারে নত রাখাল বালক ঝরাপালক কুড়ায় দড়ি ছিঁড়ে ওই তার শহর পালাল।   এ মাহ শ্রাবণ মুখ ঘরকে ফিরাল পুড়িল বিরহে পিপীলিকা…