মুক্তিযুদ্ধের কলকাতার মন – একটি নব-পরিচয়

  • মুক্তিযুদ্ধের কলকাতার মন – একটি নব-পরিচয়

    মুক্তিযুদ্ধের কলকাতার মন – একটি নব-পরিচয়

    মন তো মানুষেরই হয়। তা বলে কি জনপদের কোনো মন থাকতে নেই? মুশকিল হলো, জনপদবাসী কোনো একক নয়, সমষ্টি। সকলের মন একই রকম কলে ছাঁটা হবে, একই ক্ষুরে সবাই মাথা কামাবে – এমনটা ভাবার কোনো সংগত কারণ দেখি না। ইতিহাসের পাতা তলিয়ে দেখলে টের পাই, যারাই এমনটা ভেবে বসেছেন তারাই ডুবেছেন। এমনকি যুদ্ধ বা রাষ্ট্রবিপ্লবের…