মেডিটেশন

  • মেডিটেশন

    নৈঃশব্দ্যের আরো গভীরে ডুব দাও আত্মার অকূল কিনারে গিয়ে ওঠে একঝলক তারপর আবার ডুব ডুব ডুব ডুব এভাবে চলতে থাকবে অনন্তকাল আর তুমি ধীরে ধীরে, ধীরে ধীরে হয়ে যাবে প্রকৃতি; অংশ তোমার আমিষ হয়তো জামরুল গাছের পাতায় ডালে গোলাপের ফুলে ডুবো, ডুব দাও ডুবে ডুবে নৈঃশব্দ্য খাও একসময় বিলীন কারো জন্য আর উঠো না ডুবের…