মেডিটেশন

নৈঃশব্দ্যের আরো গভীরে ডুব দাও

আত্মার অকূল কিনারে গিয়ে ওঠে একঝলক

তারপর আবার ডুব

ডুব ডুব ডুব

এভাবে চলতে থাকবে অনন্তকাল

আর তুমি ধীরে ধীরে, ধীরে ধীরে

হয়ে যাবে প্রকৃতি; অংশ

তোমার আমিষ হয়তো জামরুল গাছের পাতায় ডালে

গোলাপের ফুলে

ডুবো, ডুব দাও

ডুবে ডুবে নৈঃশব্দ্য খাও

একসময় বিলীন

কারো জন্য আর উঠো না

ডুবের ভেতর ধরে নাও তোমার সবকিছু

সব, কারো কথা শুনো না

কারণ একবার যে সে আস্বাদ নিয়েছে

সে জানে নৈঃশব্দ্যে আছে আপেল আঙুর আনারস

আছে পদ্মা মেঘনা যমুনাসহ পৃথিবীর তাবৎ উপাদান

একবার ডুব দাও

দিয়েই দেখ

পেয়ে যাবে তোমার হারানো শৈশবকাল

ডুবো, ডুব দাও

দিলেই দেখতে পাবে আমি-তুমি কেউ আর নেই

কেবল জলের ফোঁটা; বিশ্বসংসার