রাতের আকাশ

  • রাতের আকাশ

    চাঁদের সঙ্গে আমার সখ্যের কথা একান্ত গোপন – তখন আকাশে আলো-আঁধারির খেলা ইতস্তত জোনাক জ্বলছিল আর নিবছিল চরের বিষাদে ভিজে ছিল তট আহত চাঁদ আমাকে টেনে নিয়ে গেল মেঘের আড়ালে চাঁদ ডুবে যাওয়ায় শব্দ গেল থেমে ভেঙে গেল সভা আমরা দুজন তখন চাউনি বিনিময় করলাম গভীর ইশারায় –