রোমের পথে ফ্লোরেনজিয়া

  • রোমের পথে ফ্লোরেনজিয়া

    আমার দু-বাহু জুড়ে এমন শৃঙ্খল ছিল আগে তা বুঝিনি, রোমের মসৃণ পথে স্তূপাকারে এত কাঁটা, জ্বালানো লজ্জায় মৃণালভুজের মূলে বিলীন রক্তিম আভা, ত্বকের গোলাপি ক্রমশ বিলীন হয়, ইতালীয়া যুবতীর ভুল ইংরেজিতে কি পাও হে যাযাবর, অর্থনীতি আলোচনা ছেড়ে এসে পাপী স্বর্গের সোনালি সিঁড়ি যেন তুমি হাতে পেলে, ট্রেনের চাকায় নম্র মৃদু ক্ষমাধ্বনি, যা ছিল সামান্য…