লিপি নাসরিন

  • আমার বৈরী বসন্ত

    লিপি নাসরিন সে তো কবেই গিয়েছে চলে আলাপন ফেলে নক্ষত্রের রাতে, আমার বসন্ত তারই পিছে পিছে সাদা কাফনের রক্তিম মলাটে শিমুল-পলাশের বুকে জাগে। বসন্ত সমীরণ হিমেল কুয়াশা সনে মাখামাখি যত আজো নিভৃত বনে, অঞ্জলি তার শতপ্রণতি উত্তরীয় প্রাণে। আজ বসন্ত উৎসব জাগে ধরণিতলে, আমার বসন্ত শুধুই বৈরী কুহেলিকা ঝরা পাতার ক্লান্তিহীন মর্মরে। আজো তার উন্মত্ত…