লুৎফর রহমান খান

  • সলতে

    সলতেটা যে জ্বলছে না আজ বাতাস বড়ই বেয়াড়া একটুখানির জন্যে আমার যাচ্ছে হয়ে হাতছাড়া, এখন তো নয় বৈশাখ বা শ্রাবণ মাসের ঝঞ্ঝাকাল খটখটে এই শুকনো দিনে আগুন জ্বালানোর হয় আকাল? কী আর করা – শাপশাপান্ত করেই না হয় ক্ষান্ত দিই সলতেটাকে কৌটায় ভরে মনটাকে আজ গুছিয়ে নিই, তেলের অভাব ছিল বলেই হয়তো হলো গোল এমন…