লুৎফর রহমান খান

  • প্রাচীর

    অট্টালিকা নয়, আটপৌরে টিনের চাল আঁতুর দেয়ালগুলি পলেস্তারাহীন অশঙ্ক প্রাচীর চারধারে পাহারায় তরল শৈশবের বিবক্ষু কোলাহল গৃহের অলিন্দে অলিন্দে নিষুপ্ত। যাপিত জীবনের প্রান্তভাগে এসে ইচ্ছা হয় একবার চোখে দেখে আসি প্রাচীন প্রাচীরখানা আছে কি আজো রোদ-বৃষ্টি-ঝড়ে ঋজু দণ্ডায়মান কালের স্থবির সাক্ষী দৃষ্টি নির্লেপ। অবশেষে একদিন সেই বাস্তুভিটায় উপস্থিত আমি – বক্ষ কম্পমান আশ্রয়ের লোভে নয়,…

  • সলতে

    সলতেটা যে জ্বলছে না আজ বাতাস বড়ই বেয়াড়া একটুখানির জন্যে আমার যাচ্ছে হয়ে হাতছাড়া, এখন তো নয় বৈশাখ বা শ্রাবণ মাসের ঝঞ্ঝাকাল খটখটে এই শুকনো দিনে আগুন জ্বালানোর হয় আকাল? কী আর করা – শাপশাপান্ত করেই না হয় ক্ষান্ত দিই সলতেটাকে কৌটায় ভরে মনটাকে আজ গুছিয়ে নিই, তেলের অভাব ছিল বলেই হয়তো হলো গোল এমন…