শতরূপা সান্যাল

  • অদাহ্য

    শতরূপা সান্যাল   সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসে যেমন কাছিম বালি খোঁড়ে ডিম দেয় তার পর ভেসে যায় ফের যখন সময় হয় কাছিম শিশুরা ডিম ভাঙে কীভাবে সময় হয় জানি না কী করে পায় টের।   ভেসে আসা জীবনের বৃত্তটুকু পরিপূর্ণ হয় জলে স্থলে সেতু গড়ে ডানা মেলা প্রাণের অঙ্কুর কী দিয়ে পোড়াবে তাকে? ধ্বংস…

  • বসে আছি

    শতরূপা সান্যাল   বহু বহু চান্দ্রমাস এভাবেই পথ চেয়ে আছি অগ্নিভুক কাল বসন্ত খেয়ে গেছে অর্জুনের বীথি তোমার পায়ের চিহ্ন রেখে গেছে অনিরুদ্ধ দাগ তারাদের গুঁড়ো দিয়ে কবে ভরবে এই শূন্য সিঁথি।   পড়ন্ত রোদের লাল এখনো এ-জানালায় আসে এখনো বাতাসে ভেসে আসে দূর যূথীর সুবাস আর আসে মন খারাপের কিছু দূরাগত গান এভাবেই পথ…