অদাহ্য

শতরূপা সান্যাল

 

সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসে যেমন কাছিম

বালি খোঁড়ে ডিম দেয় তার পর ভেসে যায় ফের

যখন সময় হয় কাছিম শিশুরা ডিম ভাঙে

কীভাবে সময় হয় জানি না কী করে পায় টের।

 

ভেসে আসা জীবনের বৃত্তটুকু পরিপূর্ণ হয়

জলে স্থলে সেতু গড়ে ডানা মেলা প্রাণের অঙ্কুর

কী দিয়ে পোড়াবে তাকে? ধ্বংস করবে কিসের আগুনে?

অদাহ্য অচ্ছেদ্য সে তো – যাকে ভাবো নিতামত্ম ভঙ্গুর!