শাহজাহান হাফিজ

  • জন্মভূমিকে : তিরিশ বছর পর

    শাহজাহান হাফিজ জন্মভূমির এই অশ্রম্নজল, ভালোবাসি আমি। স্মৃতি তুমি, তোমাকেও, নদী তুমি, তোমাকেও;                                 ভালোবাসি, ভালোবাসি আমি! দূরে চাঁদ জ্বলে শুধু, জলের গভীরে তবু                                      নৌকা ভেসে যায়! মাধবী কি ফিরে আসে, মাধবী কি স্বপ্নে ভেসে যায়! তিরিশ বছর কাঁদে অন্তরালে! স্মৃতিময় স্বপ্নসাধ যত,                                          সে কি খুবই দামি? জন্মভূমির সেই শৈশব সংসর্গের সুখ-দুঃখ,                            …

  • অন্ধকার নয়, আলোর দিকে যেতে চাই

    শাহজাহান হাফিজ   অন্ধকার নয়, আলোর দিকে যেতে চাই! একদিন সেই আদিকালে, ভুবন যখন ছিল অনন্ত অন্ধকারে আচ্ছন্ন : ছিল শুধু দিগ্দিগন্ত ছেয়ে সীমাহীন স্থির অবিচল জল, শুধু জল; বিধাতা বললেন, আলো হোক; অমনি আলো ফুটে উঠল; সময় প্রবাহিত হলো; সৃষ্টি-জগৎ হয়ে উঠল চঞ্চল!   সেই থেকে আলোর পিপাসা, জেগে উঠল চরাচরে! জেগে উঠল সৃষ্টি-পিপাসা…

  • একদিনের কথা

    শাহজাহান হাফিজ এক একদিনের কথা, আমার খুব মনে পড়ে! স্বপ্নময় সুনিবিড় ছায়াচ্ছন্ন, রাজা শশীকান্তর বাগানবাড়ির পথটি ধরে, আমি চলেছি; তখন দুপুর, পথটি নির্জন, পাখিদের কোনো সাড়াশব্দ নেই। আমি সাদা ফিতের মতো, সরলরেখার মতো সুন্দর পথটি ধরে এগিয়ে যেতেই, অল্প বাতাস, পাতা ঝরতে লাগলো, অজস্র পাতা! আমি ছিলাম একাকী, আমি ছিলাম নিঃসঙ্গ। আমার নিঃসঙ্গতার মধ্যে কেবলই…

  • দুটি কবিতা

    শাহজাহান হাফিজ   হে রূপসী, রহস্যময়ী   ভোর হলো; বিষণœ নদীর স্রোতে ভেসে এসে, নারী তুমি, বললে : প্রণাম! হে রূপসী, রহস্যময়ী, কোথায় বসত বলো, কী তোমার নাম?   ফুলগুলি ঝরে যাবে, যৌবনের মতো; বসন্তের হিল্লোলের মতো! জমবে ধুলো, উড়বে স্মৃতি; সময় হারিয়ে যাবে, সময়ের মতো! থাকবে না জীবনের কোনো স্মৃতি আর!   তবু তুমি…

  • ভিখিরি

    শাহজাহান হাফিজ ভিখিরিদের ভূগোল এবং ব্যবহারিক ব্যাকরণ আমার কিছুটা হলেও জানা আছে! আমি তো মনে করি : ভিখিরিরা ভদ্রলোকের মতো বিনয়ী এবং বিপন্নতাময়; এবং বিজ্ঞ, এবং বাক্যজাল বিস্তারে বিশেষ পটু! পুরনো সব শহরের ধুলোর ভিতর শুয়ে, পড়ে থাকা পাতার মধ্যে গড়াগড়ি গিয়ে, মেঘেদের বিমর্ষ মুখ স্মরণ করে কিংবা রোদের গাঢ় চাদর ছিন্নভিন্ন করে; পথ থেকে…

  • মৌলভীবাজার খুব দূর নয়

    শাহজাহান হাফিজ মৌলভীবাজার খুব দূর নয়, অথবা অনেক দূর – নাগাল পাবো না কোনোদিন! অথচ এমন ছিল একদিন, অরণ্যকে ভালোবেসে অরণ্যের কাছে গেছি; বলেছি, তোমাকে ভালোবাসি! অথচ এমন ছিল একদিন, একা-একা, উদাসী পাহাড় বেয়ে, গেছি বহুদূর; বলেছি, তোমাকে ভালোবাসি! এসবই স্বপ্ন আজ! স্বপ্নের ভিতর আজো টের পাই : ঝরে জল, ঝরে জল – ঝরে শুধু…

  • চেয়েছিলাম

    শাহজাহান হাফিজ   চেয়েছিলাম আলো, অনেক অনেক আলো! তার বদলে – আমাদের চারিদিকে এখন জমে উঠছে কেবলই অন্ধকার; বিশাল বিপুল অন্ধকার! এই কি আমাদের ভাগ্যলিপি, জন্মভূমি, জননী আমার?   চেয়েছিলাম সুবজ শস্যভূমি, স্রোতময় বেগবতী নদী, উজ্জ্বল আলোকিত মানুষজন।   তার বদলে – আমাদের চারিদিকে এখন শুধু শূন্য ফসলভূমি, জলহীন নদীহীন বিবর্ণ দেশ; বিপন্ন মানুষজন! এই…

  • আমি

    শাহজাহান হাফিজ   এক বাতাসও বিষণ্ণ আজ এমন সংসার! আমি শুধু একা হয়ে যেতে যেতে, জীবন যাপন আর জন্ম-সম্ভাবনা নিয়ে, সভ্যতার খেলাধুলা দেখি! আমি ফের নদীতীরে, ছিন্নমূল মানুষের স্বপ্নে যাতনায়, আঙুল জড়াই মৃত্যু; তারপর ফিরে যাই লোকজ বাসনা থেকে লক্ষ লক্ষ স্মৃতিময় ঢেউয়ের ওপারে!   ছিলো মেঘ পরিচয়হীন, পরাভূত প্রেম থেকে জন্মেছিলো অশ্রুর সাগর। অসম্ভব…

  • একটি অচল পদ্য

    শাহজাহান হাফিজ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে; বঙ্গদেশে এখন গ্রীষ্মকাল। লোকায়ত দর্শন পড়ছি, একা বসে; ঝরছে মহাকাশ। ভালোবাসি ভূগোল আমি; ভালোবাসি রাষ্ট্রতত্ত্ব-কথা। রোদ উঠছে, তাপ বাড়ছে; দিবসজুড়ে আসছে নীরবতা। জল ঝরছে, নদী ভরছে; বঙ্গদেশে এখন বর্ষাকাল। ভ্রমণে যাবো, দেশ দেখবো একা-একা, আমি হরিদাস পাল। ভালোবাসি বনতত্ত্ব, কীটতত্ত্ব, এমনকি অ্যারাবিয়ান নাইট। মানুষ আমি অতি সামান্য; পাঁচ ফুটের…