জন্মভূমিকে : তিরিশ বছর পর

শাহজাহান হাফিজ

জন্মভূমির এই অশ্রম্নজল, ভালোবাসি আমি।

স্মৃতি তুমি, তোমাকেও, নদী তুমি, তোমাকেও;

                                ভালোবাসি, ভালোবাসি আমি!

দূরে চাঁদ জ্বলে শুধু, জলের গভীরে তবু

                                     নৌকা ভেসে যায়!

মাধবী কি ফিরে আসে, মাধবী কি স্বপ্নে ভেসে যায়!

তিরিশ বছর কাঁদে অন্তরালে! স্মৃতিময় স্বপ্নসাধ যত,

                                         সে কি খুবই দামি?

জন্মভূমির সেই শৈশব সংসর্গের সুখ-দুঃখ,

                            ভালোবাসি, ভালোবাসি আমি!

আমাকে যেও না ফেলে, হে সময়, প্রবাহিত অনন্ত সময় –

যৌবন ফুরিয়ে যায়, জীবন ফুরিয়ে যায়, পাথরও হয়ে যায় ক্ষয়!

কালো জল পড়ে থাকে; নৌকা যায়, নদী যায়; আমাদের প্রীতিটুকু নিয়ে।

আমাকে কে নেবে বলো; রিক্ত, এসেছি ফিরে; জানে অন্তর্যামী

জন্মভূমির এই ধুলো-বালি-মাটি-জল, ভালোবাসি আমি।

স্বপ্ন তুমি, তোমাকেও; স্মৃতি তুমি, তোমাকেও;

ভালোবাসি, ভালোবাসি আমি!

তিরিশ বছর কাঁদে অন্তরালে! ব্যর্থ জীবন যদি যায় –                                                      সে কি খুবই দামি?