জন্মান্তরের বৃত্তে

শিহাব সরকার

নিশ্চিত জানি আমি এখন দিব্যজ্ঞানে

আছি কোনো না কোনো জন্মের সত্মরে,

এ-ভার সহে না আর, সহে না, সহে না

ঢুকে পড়ি জন্মান্তরের বৃত্তে,

জন্মে জন্মে বৃত্ত পুরে গেলে পরম শান্তি।

বড় কষ্ট, জীবন নষ্ট – লিখেছিল বালক

কোনো গতজন্মে অন্য কোনো দেশে

শতাব্দী পরে নবজাতকের কান্না,

কাঁদে গতজন্মের ছেলে পাহাড়পলিস্নতে

না হয় ভিননগরীর মখমল শয্যায়।

আমি কাটালাম তৃষ্ণার জীবন, জীবন হাঃ

আরজন্মে পাই যদি কিছু জলকণা!

জন্মান্তরের বৃত্তে ঢুকে গিয়েছি

এভাবে জন্মের ভেতর দিয়ে যেতে যেতে তোমাকেও পাবো আত্মজা আমার।