দেবী

মৃণাল বসুচৌধুরী

শব্দের শূন্যতা নয়

  তোমার পূর্ণতা নিয়ে সাজুক আকাশ

        সারাক্ষণ শুধু তাই

        নিজেকেই ভিখারি সাজাই

     যদি না বাড়ানো থাকে

          প্রার্থনার হাত

  ছিন্নভিন্ন মায়ার সন্ধানে

  যদি না ব্যাকুল হয়

রাহুগ্রসত্ম মানুষের চোখ

         যদি না পায়ের কাছে

     পড়ে থাকে প্রতিবাদী সমসত্ম ধনুক

             নিভু নিভু বালির আগুন

  কেন তবে রাজরানি

        কেন এই দেবীর আসন

            শব্দের শূন্যতা নয়

                 পূর্ণ পারিজাত নিয়ে

           অলৌকিক সামনে দাঁড়াবে

            এমন স্বপ্নের লোভে             সারাক্ষণ নিজেকেই ভিখারি সাজাই