শেলী নাজ

  • পাখি

    জাগাও পাখিকে যার ডানা ঝড় মুচড়ে ভেঙেছে মুছে দাও বিগত প্রেমিকদের চুমুচিহ্ন, কলস্বর বজ্রাহত, তবু দগ্ধ পালকেই যাই বজ্রের ভেতর খুলেছি শেকল, তার দাগ ছিল যেন দাসখত বহুদিন উড়তে না পেরে ভুলে গেছি ওড়ার কৌশল যখন হ্রদের বুক খুলে দেয় অদ্ভুত আয়না দেখি অন্ধকার গর্তে যাচ্ছি ছুটে উল্কার মতন  সেই গর্ত মায়াগুহা, এত তার জাদুটোনা…

  • পদচিহ্ন

    শেলী নাজ প্রাণ পেতে বসে আছি পাবো বলে তোমার পায়ের চিহ্ন তোমাতে আক্রান্ত রাতে অনিদ্রা শুয়েছে চক্ষুতে ব্রজধামে পাঁজর পেতেছি তোমার বজ্রপাত নেব বলে নিষেধের আংটা খুলে ধরিত্রী আমার লুটিয়ে পড়ল তোমার রক্তাভ পায়ের পাতায় ধরা দিতে দেখা পাবো ভেবে চোখ পেতে নিচ্ছি এই অদর্শন মুমূর্ষু শরীর, বেজে ওঠে øায়ুতল তোমার উপলে বৃক্ষের নবীন রং…