শেষ শিরালী

  • শেষ শিরালী

    তানভীর মোকাম্মেল শেষ শিরালীর মতো টেনে বজ্রাঘাত আপন  শরীরে  বাঁচাবে তুমি কিষানের চৈতন্য ধান সাধনায়  পাবে লুপ্ত সরস্বতী নদী তুমি ব্যর্থ হলে কবি নিভে যাবে প্রমিথিউসের মশাল আদমের জন্ম বৃথা যাবে শুরু হবে চরাচরে মড়কমারি ধ্বংস অকাল; চাঁদ তুমি এই বার্তা পৌঁছে দিও বেহুলার কাছে একজন আজো কী এক মাথুর মায়ায় ঊষার আলোয় আর কালো জোৎস্নায়    নদীপারে ঘুরে ঘুরে কেবলই…