তানভীর মোকাম্মেল

শেষ শিরালীর মতো টেনে বজ্রাঘাত আপন  শরীরে 

বাঁচাবে তুমি কিষানের চৈতন্য ধান

সাধনায়  পাবে লুপ্ত সরস্বতী নদী

তুমি ব্যর্থ হলে কবি

নিভে যাবে প্রমিথিউসের মশাল

আদমের জন্ম বৃথা যাবে

শুরু হবে চরাচরে মড়কমারি ধ্বংস অকাল;

চাঁদ তুমি এই বার্তা

পৌঁছে দিও বেহুলার কাছে

একজন আজো কী এক মাথুর মায়ায়

ঊষার আলোয় আর কালো জোৎস্নায়   

নদীপারে ঘুরে ঘুরে কেবলই গেয়ে যায়

তোমার অনাগতা আগমনী গান;

আমাকে দাও তুমি মৃত্যুঞ্জয়ী প্রাণ

যেন শোনাতে পারি চিরঞ্জীবী অবিনাশী গান

যেন হতে পারি বেহুলা

সংকল্প দৃঢ়তায় আর নিখাদ ভালোবাসায়

পলিমাটির এ জলজ দেশে তোমার সুযোগ্য সাহসী সন্তান॥

ফিরে পেতে চাইলে

মাহমুদ কামাল

ফিরে পেতে চাইলেই কি ফিরে পাওয়া যায়?

যা হারায়, যে হারায়, সে হারায়

অযথাই অন্বেষণ, ভিড় ভেঙে দেখা

একা একা এই ঘোরাঘুরি

শুধুমাত্র নিজেকেই চিনে নেওয়া যায়।

তার চেয়ে এই ভালো

সময়কে বেঁধে রাখি চোখের আঙ্গিকে

সময়কে বেঁধে রাখি মনের সংগীতে

এইসব যদিওবা শান্ত নদী তীর

যা কিছু হারিয়ে যায় যেতে দাও

নবনীতা ঢেউ হয়ে যদি দোলা দেয়

যে হারায় যা হারায় তা কিছুমাত্র হলেও

ফিরে পাওয়া যায়।