ভাঙাপোড়া জোড়া পঙ্ক্তি

হাসান হাফিজ

১.

ডুবে যাচ্ছি কবিতা-শব্দের খনি, কাব্যলক্ষ্মী পাতালে তোমার

জানি না সামনে আছে কী প্রচণ্ড বাধাবিঘ্ন শত্রু পারাবার

২.

শব্দের পিপাসা তীব্র, এত ঘন, আগে তা জানিনি কোনোদিন

বিলম্বে জেনেছি, তবু স্বীকার করছি তার মাদকতা সুদমুক্ত

                                                          ঋণ

৩.

যেতে সে চেয়েছে যাক, গিয়ে যদি সুখী হয় আপত্তি কিসের

আমার সান্নিধ্য হয়তো ওর কাছে কাম্য নয়, অসহ্য বিষের

৪.

ভালোবাসা ভালো থেকো, তোমার সুস্থিতি কিন্তু চায় না

                                                        সবাই

সঞ্জীবনী কতটা ধারণ করো, ছিটেফোঁটা আমিও তো চাই

৫.

ভাঙতে বড়ো ভালোবাসো, জোড়া দেবে সেই ইচ্ছা কম

জোড়া দেওয়া সম্ভবে না, কারণ ফুরিয়ে গেছে দম

৬.

তুমি প্রেম, দুঃখ তুমি, শূন্য খাঁচা, আবেগের অন্ধ অপচয়

পরাস্তের সঘন ক্রন্দন তুমি দুঃখতাপ আর্তি পরাজয়

৭.

স্তব্ধতার সঙ্গে দেখা জলের অক্ষরে লেখা স্তব্ধতা কী নদী

বুকের ভেতরে ঝোরা,আবেগে প্রবহমান একা নিরবধি

৮.

এক জন্মে তিয়াসা যে পূরবে না, মনোবাঞ্ছা থাকবে অপূরণ

জানা ছিল, তারপরও তৃষ্ণার ছোবলে আউলা হইল দেহমন